তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি বুধবার


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:২৬ পিএম, ১৯শে আগস্ট ২০২৫


তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি বুধবার
ছবি: সংগৃহীত

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের শুনানি অনুষ্ঠিত হবে আগামী বুধবার (২০ আগস্ট)।


মঙ্গলবার (১৯ আগস্ট) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চ এ দিন ধার্য করেন।


আরও পড়ুন: দুই দিনের রিমান্ডে সাবেক এমপি শফিকুল ইসলাম অপু


আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। অন্যদিকে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম শাহজাহান এবং অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।


উল্লেখ্য, ২০১৮ সালে বিচারিক আদালত এ মামলার রায় দেয়। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমানসহ আরও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।


আরও পড়ুন: তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে


তবে গত ১ ডিসেম্বর হাইকোর্টের রায়ে সব আসামিকে খালাস দেওয়া হয়। রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে ‘লিভ টু আপিল’ করে আপিল বিভাগে যায় এবং সেখানেই বর্তমানে শুনানি চলছে।


এএস