তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৪০ এএম, ১৯শে আগস্ট ২০২৫


তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে
ছবি: সংগৃহীত

বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি চলছে।


মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়।


রাষ্ট্রপক্ষে শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। আর আসামি পক্ষের হয়ে শুনানি করবেন অ্যাডভোকেট এস এম শাহজাহান ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। এ সময় বিএনপিপন্থি জ্যেষ্ঠ আইনজীবীদের মধ্যে জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


এর আগে গত ৩১ জুলাই এ মামলার আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়।


মামলার পূর্ববর্তী কার্যক্রম: এ বছরের ১২ জানুয়ারি হাইকোর্ট এক রায়ে নিম্ন আদালতের দেওয়া যাবজ্জীবন ও মৃত্যুদণ্ড বাতিল করে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দেন। আদালত রায়ে বলেন, মামলার বিচার প্রক্রিয়া ছিল অবৈধ এবং অভিযোগপত্র আইনগতভাবে গ্রহণযোগ্য ছিল না।


পরবর্তীতে রাষ্ট্রপক্ষ খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে। গত ১ জুন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষকে আপিল করার অনুমতি দেয়।


নিম্ন আদালতের রায় (২০১৮): ২০১৮ সালের ১০ অক্টোবর বিচারিক আদালত রায় দেন। তাতে—মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৯ জনের মধ্যে আছেন: লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিম, হানিফ পরিবহনের মালিক মো. হানিফসহ আরও অনেকে।


যাবজ্জীবনপ্রাপ্ত ১৯ জনের মধ্যে আছেন: তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ বেশ কয়েকজন পলাতক আসামি।


একুশে আগস্ট গ্রেনেড হামলা: ২০০৪ সালের ২১ আগস্ট বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। এতে আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন এবং আহত হন শেখ হাসিনাসহ দলের কয়েকশ নেতাকর্মী। অনেকেই স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেন।

এসএ/