হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি বন্ধ, বাজারে হঠাৎ দাম বৃদ্ধি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:১০ পিএম, ২১শে আগস্ট ২০২৫


হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি বন্ধ, বাজারে হঠাৎ দাম বৃদ্ধি
ছবি: সংগৃহীত

দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ২ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। তবে এর পর আর কোনো নতুন ইমপোর্ট পারমিট (আইপি) না দেওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।


এরই মধ্যে আমদানি বন্ধের খবরে হিলির খুচরা বাজারে কেজিপ্রতি ৫ থেকে ৭ টাকা পর্যন্ত দাম বেড়েছে। বর্তমানে দেশি পেঁয়াজ ৭০ টাকা কেজি এবং ভারতীয় পেঁয়াজ ৫৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।


আরও পড়ুন: উত্তরাঞ্চলে কর্মসংস্থান বাড়বে, অর্থনীতি গতিশীল হবে: আসিফ মাহমুদ


বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে হিলি বাজার পরিদর্শনে দেখা যায়, হঠাৎ দাম বাড়ায় সাধারণ ক্রেতারা বিপাকে পড়েছেন।


বিক্রেতারা জানান, ভারত থেকে আমদানি বন্ধের খবর ছড়িয়ে পড়ায় দেশের মোকামে দেশি পেঁয়াজের দাম বেড়ে গেছে। একইভাবে পাইকারি বাজারেও আমদানিকৃত পেঁয়াজ বেশি দামে বিক্রি হচ্ছে। ফলে খুচরা বাজারেও দাম বৃদ্ধি পেয়েছে।


আরও পড়ুন: নদীতে ডুবে যাওয়ার ১৩ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার


হিলি স্থলবন্দরের আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর তারা ভারতের অভ্যন্তরে প্রচুর পেঁয়াজ ক্রয় করেছেন এবং প্রায় ১৫০টি ট্রাকে লোডিং অবস্থায় রয়েছে। কিন্তু নতুন করে অনুমতি না মেলায় ব্যবসায়ীরা বড় ক্ষতির ঝুঁকিতে পড়েছেন।


হিলি কাস্টমস কর্তৃপক্ষ জানায়, বুধবার (২০ আগস্ট) পূর্বের এলসির আওতায় ভারতীয় ৯টি ট্রাকে করে ২৭০ টন পেঁয়াজ এই স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে। তবে নতুন আইপি না থাকায় ভবিষ্যৎ আমদানি অনিশ্চয়তায় রয়েছে।


এএস