রাজারহাটে মাদকবিরোধী অভিযানে হিরোইন ইয়াবাসহ গ্রেফতার ২
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৫৮ পিএম, ২১শে আগস্ট ২০২৫

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের বড়গ্রাম এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন: কুড়িগ্রামে চরের সঙ্গে যোগাযোগে কাঠের সেতু উদ্বোধন
বুধবার (২০ আগস্ট) রাতের এ অভিযানে ইয়াবা,হিরোইন,নেশাজাতীয় ট্যাবলেটসহ বিপুল পরিমাণ মাদক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিজাম (৪০) ও এরশাদুল (৩৮) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৭৯ পিস ইয়াবা,৩ পিস টাপেনটাডল ট্যাবলেট,১২ পুরিয়া হিরোইন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি মো. নাজমুল আলম।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে রাজারহাট থানা কাজ করছে। মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ অভিযানে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে নদীর পানি বিপৎসীমার ওপরে
বড়গ্রাম ছিনাই এলাকার বাসিন্দারা বলেন, মাদকের কারণে আমাদের এলাকায় অনেক তরুণ নষ্ট হয়ে যাচ্ছে। পুলিশ এ ধরনের অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনায় আমরা স্বস্তি পেয়েছি। মাদক ব্যবসার কারণে গ্রামে অশান্তি বেড়ে যাচ্ছিল। এ অভিযান অব্যাহত থাকলে সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারবে। স্থানীয়রা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
এসডি/