সরকারের উদ্যোগে চালের বাজারে স্থিতিশীলতা ফিরেছে: খাদ্য উপদেষ্টা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:০৫ পিএম, ২০শে আগস্ট ২০২৫


সরকারের উদ্যোগে চালের বাজারে স্থিতিশীলতা ফিরেছে: খাদ্য উপদেষ্টা
ছবি: সংগৃহীত

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, সরকারের ধারাবাহিক পদক্ষেপ ও খাদ্যবান্ধব কর্মসূচির কারণে দেশের চালের বাজারে স্থিতিশীলতা ফিরেছে।


বুধবার (২০ আগস্ট) সকালে দিনাজপুর সার্কিট হাউসে রংপুর বিভাগের আট জেলার জেলা প্রশাসক, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এবং জেলা খাদ্য নিয়ন্ত্রকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।


আরও পড়ুন: দীর্ঘ অপেক্ষার পর উদ্বোধন হলো 'মাওলানা ভাসানী সেতু'


তিনি জানান, সারাদেশে প্রায় ৫৫ লাখ পরিবারকে প্রতি মাসে ৩০ কেজি চাল ১৫ টাকা কেজি দরে দেওয়া হচ্ছে। গত ১৭ আগস্ট থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ছয় মাস চলবে। শুধু রংপুর অঞ্চলের প্রায় সাড়ে ৯ লাখ পরিবার এ সুবিধা পাচ্ছে। প্রয়োজনে এ সংখ্যা আরও বাড়ানো হবে।


আলী ইমাম মজুমদার আরও বলেন, চাল আমদানির পাশাপাশি খাদ্যবান্ধব কর্মসূচির ফলে বাজারে ক্রেতার চাপ কমেছে। তিন ধাপে নেওয়া ব্যবস্থার কারণে বাজার স্থিতিশীল হয়েছে এবং শিগগিরই চালের দাম আরও কমবে। বর্তমানে চাল সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেই রয়েছে।


আরও পড়ুন: শুল্ক কমায় হিলি বন্দরে চাল খালাস শুরু, বাজারে দাম কমার আশা


তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, লাইসেন্স ছাড়া অবৈধভাবে খাদ্যপণ্য মজুদকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এমনকি কোনো সরকারি কর্মকর্তা এতে জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।


মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল হাছানাত হুমায়ুন কবির, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জহুরুল ইসলাম।


এএস