শুল্ক কমায় হিলি বন্দরে চাল খালাস শুরু, বাজারে দাম কমার আশা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:২৫ পিএম, ১৯শে আগস্ট ২০২৫


শুল্ক কমায় হিলি বন্দরে চাল খালাস শুরু, বাজারে দাম কমার আশা
ছবি: সংগৃহীত

চাল আমদানিতে শুল্কহার কমিয়ে ৬৩ দশমিক ৫ শতাংশ থেকে মাত্র ২ শতাংশ নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে কাস্টমসের সার্ভারে এ সংক্রান্ত নোটিশ প্রকাশ হওয়ার পর হিলি স্থলবন্দরে আটকে থাকা চাল খালাস শুরু হয়েছে।


গত এক সপ্তাহ ধরে শুল্ক জটিলতার কারণে বন্দরে প্রায় ৬৪টি ট্রাকে মজুত থাকা ২ হাজার ৮১৪ টন চাল আটকে ছিল। এর ফলে আমদানিকৃত চাল দেশের বাজারে সরবরাহ করা সম্ভব হয়নি।


আরও পড়ুন: তিস্তা নদীতে ইলেকট্রিক শক দিয়ে মাছ নিধন, হুমকিতে জীববৈচিত্র্য


বাংলাহিলি সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, চালের বাজার স্বাভাবিক রাখতে গত সপ্তাহে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি শুরু হলেও শুল্ক জটিলতায় খালাস সম্ভব হয়নি। অবশেষে মঙ্গলবার দুপুর থেকে চাল খালাস শুরু হয়েছে। এতে দেশের বাজারে সরবরাহ বাড়বে এবং দামে স্বস্তি আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।


হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দীন বলেন, এখন থেকে ব্যবসায়ীরা বিল অব এন্ট্রি জমা দিয়ে মাত্র ২ শতাংশ শুল্ক পরিশোধ করে চাল খালাস নিতে পারবেন।


আরও পড়ুন: লালমনিরহাট সীমান্তে দুই বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারত


প্রায় চার মাস বন্ধ থাকার পর গত মঙ্গলবার থেকে চাল আমদানি শুরু হয়। তবে শুল্ক সমস্যা সমাধানের পর বাজারে দ্রুত সরবরাহ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এএস