ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধে তীব্র যানজট
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:০৫ পিএম, ২১শে আগস্ট ২০২৫

স্থায়ী ক্যাম্পাসসহ একাধিক দাবি আদায়ের জন্য ঢাকা-চট্টগ্রাম হাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালাণ করছে ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এতে ঢাকা-চট্টগ্রাম হাসড়কের যান চলাচল সর্ম্পন বন্ধ হয়ে গেছে। এ বিক্ষোভের কারণে সড়কে উভয় পাসে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভারের উত্তর দিকের অংশে অবস্থান নেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধে ফেনী ইউনিভার্সিটি শিক্ষার্থীরা
সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস সার্ভিস চালু, ছাত্র রাজনীতি নিষিদ্ধ, বোর্ড অব ট্রাস্টিজের পরিবর্তনসহ একাধিক দাবিতে আন্দোলনকারীরা শহরের হাজারি রোড হয়ে একটি পদযাত্রা নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন তারা।
এর আগে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম জামালউদ্দীন আহমদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার রাতে ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
প্রফেসর ড. এম জামালউদ্দীন আহমদ বলেন, আমি ব্যক্তিগত কারণে এ সিদ্ধান্ত নিয়েছি। এখানে শিক্ষার্থীদের আন্দোলন বা কোনো চাপ নেই।
এসডি/