খাগড়াছড়িতে মা-মেয়েকে গলা কেটে হত্যা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:১৪ পিএম, ২১শে আগস্ট ২০২৫


খাগড়াছড়িতে মা-মেয়েকে গলা কেটে হত্যা
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির রামগড়ের পূর্ব বাগানটিলা এলাকায় মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।


বুধবার (২০ আগস্ট) গভীর রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।


আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধে ফেনী ইউনিভার্সিটি শিক্ষার্থীরা


বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার পর বিষয়টি প্রকাশ্যে আসে। দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন আমেনা বেগম (৯৫) ও তার মেয়ে রাহেনা বেগম (৪২)।


প্রতিবেশীরা জানান, প্রতিদিনের মতো সকালে গরু, হাঁস-মুরগি বাইরে না আসায় সকাল সাড়ে ৯টার দিকে তারা ঘরে ঢুকে মৃতদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়।


আরও পড়ুন: কক্সবাজারে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাঙ্গে ধাক্কা,আহত ১৫


স্থানীয় সূত্রে জানা যায়, আমেনা বেগমের ২ মেয়ে ও ৫ ছেলে রয়েছে। জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধ ছিল।


রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ মঈন উদ্দীন বলেন, “ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের জন্য সিআইডিকে খবর দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত শেষে জড়িতদের আইনের আওতায় আনা হবে।”


আরএক্স/