Logo

ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ে যা বলছে পুলিশ

profile picture
জনবাণী ডেস্ক
২২ আগস্ট, ২০২৫, ০২:০৬
35Shares
ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ে যা বলছে পুলিশ
ছবি: সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফিংকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম বলেন, সংঘর্ষের পর দ্রুতই পুলিশ হস্তক্ষেপ করে দুই পক্ষকে নিজ নিজ কলেজের সামনে সরিয়ে দেয়। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কঠোর অবস্থানে আছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, “এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। ছোটখাটো বিষয় থেকেও দুই কলেজের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এবার আমরা মূল কারণ চিহ্নিত করতে চাই। শিক্ষার্থীদের সংঘর্ষে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। স্থায়ী সমাধান খুঁজতে দুই কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলা হবে।”

রমনা বিভাগের ডিসি জানান, তিন দিন আগে উদ্ভাস কোচিং সেন্টারে আইডি কার্ডকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীর মধ্যে হাতাহাতি হয়। এর পরদিনও উত্তেজনা সৃষ্টি হলেও পরে তা মীমাংসা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, “আমরা ভেবেছিলাম বিষয়টি সেখানেই শেষ, কিন্তু আজ আবার সংঘর্ষ শুরু হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত কারণ জানা যাবে।”

পুলিশ জানায়, সংঘর্ষে আহত শিক্ষার্থীরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম জানান, দুপুর দুইটার পর পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয় এবং যান চলাচল শুরু হয়। ঢাকা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলাপ হয়েছে, বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD