রাতে ৫ জেলায় ঝড়ো হাওয়ার আশঙ্কা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:৪৭ পিএম, ২১শে আগস্ট ২০২৫


রাতে ৫ জেলায় ঝড়ো হাওয়ার আশঙ্কা
ছবি: সংগৃহীত

দেশের পাঁচটি জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ১টা পর্যন্ত কার্যকর এ পূর্বাভাসে জানানো হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


আরও পড়ুন: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত


এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


এদিকে আরেক পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।


আরও পড়ুন: রাতেই ৯ অঞ্চলে ঝড়ের আশঙ্কা


এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনাও রয়েছে।


এএস