তিস্তা নদীতে ভেসে এলো নবজাতকের মরদেহ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৩৩ পিএম, ২২শে আগস্ট ২০২৫


তিস্তা নদীতে ভেসে এলো নবজাতকের মরদেহ
ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীতে ভেসে আসা অজ্ঞাত এক কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।


বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া এলাকা থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে ভাসছিল একটি কার্টন বক্স। কার্টন ভাসতে দেখে স্থানীয় এক যুবক নদীতে নেমে কার্টনটি খুলে দেখে পলিথিনের ব্যাগে একটি নবজাতকের মরদেহ। পরে এলাকাবাসীকে খবর দিলে তারা নবজাতকটিকে নদী থেকে তুলে এনে পুলিশে খবর দেয়। পরে নবজাতকের মরদেহটি উদ্ধার করে পুলিশ।


আরও পড়ুন: সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল


হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, নবজাতক একটি বাচ্চা, নদীর পানিতে ভেসে আসছিল। কেবা কাহারা বাচ্চাটিকে পলিথিনে ভরে নদীতে ফেলে দিয়েছিল। আমরা ধারণা করছি এটি মৃত বাচ্চা হতে পারে। 


তিনি ধারণা করে আরও বলেন, এটি অবৈধ সম্পর্কের ফসল হতে পারে। আপাতত আমরা মামলা নিয়েছি। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএ/