খুলনার তেরখাদায় ছাগলাদাহ সভাপতির হাতে উপজেলা বিএনপি নেতা রাকিবুল আহত
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:৩০ পিএম, ২৯শে আগস্ট ২০২৫

খুলনার তেরখাদায় নিজ দলের প্রতিপক্ষ নেতা ও কর্মীদের হামলায় বিএনপি নেতা কে এম রাকিবুল ইসলাম আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি পরে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন এবং উপজেলা বিএনপি ও থানায় লিখিত অভিযোগ করেছেন।
ঘটনা ঘটেছে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায়, যখন ছাগলাদাহ ইউনিয়ন পরিষদে বিএনপির ইউনিয়ন কমিটির সদস্য সংগ্রহ সভা অনুষ্ঠিত হচ্ছিল। সভা শেষে দুপুর দেড়টায় উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য রাকিবুল পরিষদের সামনে আসেন।
আরও পড়ুন: রাস্তার পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার
এই সময় ইউনিয়ন বিএনপি সভাপতি এস এম ইমদাদুল হক ও তার সমর্থকরা রাকিবুলের ওপর হামলা চালান। হামলায় তার ডান চোখে আঘাত লাগে।
হামলার অভিযোগ অস্বীকার করে এস এম ইমদাদুল হক বলেন, “কে এম রাকিবুল ইসলাম আসলে আওয়ামী লীগের লোক, এখন বিএনপি সেজেছে। সভা শেষে ছেলে-পেলেরা সামান্য ধাক্কা দিয়েছে।”
উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কওছার আলী বলেন, “সামান্য ঘটনা ঘটেছিল, তা মিটে গেছে।”
তেরখাদা থানার ডিউটি অফিসার রুবাইয়া আক্তার জানান, কে এম রাকিবুল লিখিত অভিযোগ দিয়েছেন, যা মুন্সির কাছে পাঠানো হয়েছে।
এসএ/