মাইলস্টোন ট্র্যাজেডি: এক মাস লড়াইয়ের পর মারা গেল শিক্ষার্থী তাসনিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৯ পিএম, ২৩শে আগস্ট ২০২৫

রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হওয়ার পর এক মাস চিকিৎসাধীন থেকে অবশেষে মারা গেল শিক্ষার্থী তাসনিয়া (১৫)। শনিবার (২৩ আগস্ট) সকাল ৭টা ৫৫ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। এ নিয়ে ওই মর্মান্তিক ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, বিস্ফোরণে তাসনিয়ার শরীরের প্রায় ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। তবে শেষ পর্যন্ত চিকিৎসকদের চেষ্টায়ও তাকে বাঁচানো যায়নি।
আরও পড়ুন: প্রেমঘটিত দ্বন্দ্বে বন্ধুর হাতে বন্ধু খুন, মূল আসামি গ্রেফতার
মারা যাওয়া তাসনিয়ার বাবা মো. নাজমুল হোসেন জানান, সে মাইলস্টোন স্কুলের অষ্টম শ্রেণিতে পড়ত।
বার্ন ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় এ পর্যন্ত প্রতিষ্ঠানটিতে ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।
আরও পড়ুন: ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ২
গত ২১ জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি যুদ্ধবিমান। এ ঘটনায় বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ বহু মানুষ প্রাণ হারান। এখনো কয়েকজন আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন।
এএস