নতুন করে ‘মাইনাস-টু ফর্মুলা’ সক্রিয় করা হয়েছে: মির্জা আব্বাস


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:২৫ পিএম, ২৩শে আগস্ট ২০২৫


নতুন করে ‘মাইনাস-টু ফর্মুলা’ সক্রিয় করা হয়েছে: মির্জা আব্বাস
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আশঙ্কা প্রকাশ করে বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতার বাইরে যাওয়ার পর দেশি-বিদেশি মহলের প্ররোচনায় বিএনপিকেও রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। তিনি দাবি করেন, বাংলাদেশকে রাজনীতিশূন্য করার অংশ হিসেবে নতুন করে একটি ‘মাইনাস-টু ফর্মুলা’ সক্রিয় করা হয়েছে।


ইউএনবিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মির্জা আব্বাস বলেন, সেন্ট মার্টিন দ্বীপ, খাগড়াছড়ির সাজেক ও চট্টগ্রামের নিউ মুরিং কনটেইনার টার্মিনালকে কেন্দ্র করে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থবিরোধী ষড়যন্ত্র চলছে। কিছু রাজনৈতিক দল আসন্ন জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করে এমন চক্রান্তকারীদের ফাঁদে পা দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।


আরও পড়ুন: কেন পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে: রিজভী


বিএনপির এই নেতা অভিযোগ করেন, ২০০৭ সালের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়কার মাইনাস-টু ফর্মুলার মতোই এবারও একই ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে, যদিও এর রূপ ভিন্ন।


তিনি দাবি করেন, রাজনৈতিক প্রোপাগান্ডা ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বিএনপিকে দুর্বল ও অবিশ্বস্ত শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে। এমনকি প্রশাসনের ভেতরের আওয়ামীপন্থি গোষ্ঠীও বিএনপিকে রাজনৈতিক মঞ্চ থেকে সরিয়ে দেওয়ার তৎপরতায় জড়িত।


আরও পড়ুন: প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হতে দেওয়া হবে না: চরমোনাই পীর


তার ভাষায়, যারা বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে চায়, তারাই নিজেদের স্বার্থে নতুন মাইনাস-টু ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা করছে। তিনি বলেন, “শয়তান নানা ছদ্মবেশে আসে। দেশি-বিদেশি একই মহল নতুনভাবে এই ষড়যন্ত্রে সক্রিয় রয়েছে।”


এএস