যে দল জনগণের আকাঙ্ক্ষা বুঝবে না তাদের ভবিষ্যৎ নেই : আমীর খসরু
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ০৩:১০ পিএম, ২৩শে আগস্ট ২০২৫

গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের মানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নতুন বাংলাদেশে মানুষের আকাঙ্ক্ষা বদলে গেছে। যে রাজনৈতিক দল এই আকাঙ্ক্ষা অনুধাবন করতে পারবে না, তাদের আর কোনো ভবিষ্যৎ নেই।
শনিবার (২৩ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে জিয়াউর রহমান স্টাডি সার্কেল যুক্তরাষ্ট্র আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: নতুন করে ‘মাইনাস-টু ফর্মুলা’ সক্রিয় করা হয়েছে: মির্জা আব্বাস
আমীর খসরু বলেন, শেখ হাসিনা সরকারের সময়ে গণমাধ্যম দমন, ব্যবসায় লুটপাট এবং স্বাধীনভাবে কাজের সুযোগ সংকুচিত করা হয়েছিল। গণতন্ত্রকে কার্যকর করতে হলে শুধু ভোট নয়, অর্থনীতি ও গণমাধ্যমকেও গণতন্ত্রায়ন করতে হবে বলে তিনি মত দেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব আশিক ইসলাম। এতে বলা হয়, ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে পাঁচ বছরে ১ হাজার ৪৩৬টি মামলা হয় এবং অন্তত ৪৫১ সাংবাদিক মামলার মুখোমুখি হন।
আরও পড়ুন: কেন পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে: রিজভী
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান নির্বাহী মোহাম্মদ কাসেম। বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মনজুরুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক দিদারুল আলম ও বার্তা সম্পাদক জিএম রাজিব হোসেন প্রমুখ।
আরএক্স/