সোহেল চৌধুরী হত্যা মামলায় আশিষ রায়কে গ্রেপ্তার দেখানো হলো


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সোহেল চৌধুরী হত্যা মামলায় আশিষ রায়কে গ্রেপ্তার দেখানো হলো

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল।

রোববার (১৭ এপ্রিল) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক জাকির হোসেনের আদালত এ আদেশ দেন।

গত ১১ এপ্রিল আশিষ রায়কে আদালতে হাজির করতে কারাকর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত। সে মোতাবেক এদিন তাকে আদালতে হাজির করে কারাকর্তৃপক্ষ। পরে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদিকে এদিন আশিষ রায়ের জামিন আবেদন করা হয়। তার পক্ষে সিনিয়র আইনজীবী নজিবউল্যাহ হিরু জামিনের আবেদন করেন। শুনানি শেষে তার জামিন নাকচ করেন ট্রাইব্যুনাল।

গত ৬ এপ্রিল সোহেল চৌধুরী হত্যা মামলার জব্দ হওয়া আলামত উপস্থাপনের নির্দেশ দেন। সেই নির্দেশ মোতাবেক ডিবি পুলিশ আজ জব্দ হওয়া আলামত আদালতে বুঝিয়ে দিচ্ছেন বলে জানান সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাদিয়া আফরিন শিল্পী। আগামী ২৫ এপ্রিল মামলাটির পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন আদালত।

মামলার আসামিরা হলেন- ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ, ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম, সেলিম খান, দুই শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ও আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী, তারিক সাঈদ মামুন, হারুন অর রশীদ ওরফে লেদার লিটন ওরফে বস লিটন, আদনান সিদ্দিকী ও ফারুক আব্বাসী।

ওআ/