মহাখালীতে ফিলিং স্টেশনে আগুনে দগ্ধ ব্যক্তির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৫ পিএম, ২৩শে আগস্ট ২০২৫

রাজধানীর মহাখালীতে একটি পেট্রোল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশনে আগুনে দগ্ধ ব্যক্তি মারা গেছেন। তার নাম মীর হোসেন (৫৫)।
শনিবার (২৩ আগস্ট) বেলা পৌনে ৩টায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মীর হোসেনের শরীরের ৪৫ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল। তিনি আমাদের এখানে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
আরও পড়ুন: সাতক্ষীরায় যুবদল নেতাকে জবাই করে হত্যা
গত ১৭ আগস্ট সন্ধ্যা সোয়া ৭টার দিকে মহাখালী রেলগেটের কাছে ‘ইউরেকা এন্টারপ্রাইজ’ নামের ওই ফিলিং স্টেশনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট রাত ৭টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। বিমান বাহিনীর দুটি ইউনিটও আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
ওই আগুনে মীর হোসেন দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটউটে ভর্তি করা হয়।
এসএ/