এনসিপির মাদারীপুর জেলা সমন্বয় কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৩০ পিএম, ২৪শে আগস্ট ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাদারীপুর জেলা সমন্বয় কমিটির স্থগিতাদেশ রবিবার (২৪ আগস্ট) প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে এই সমন্বয় কমিটিকে পুনর্বহাল করা হয়েছে।
আরও পড়ুন: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৫ জুন আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে কমিটি স্থগিত করা হয়েছিল। রবিবার একই দুই নেতার নির্দেশে স্থগিতাদেশ প্রত্যাহার করে কমিটি পুনর্বহাল করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আজ থেকে আদেশটি কার্যকর হবে।
আরএক্স/