এনসিপির মাদারীপুর জেলা সমন্বয় কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৩০ পিএম, ২৪শে আগস্ট ২০২৫


এনসিপির মাদারীপুর জেলা সমন্বয় কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার
ফাইল ছবি।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাদারীপুর জেলা সমন্বয় কমিটির স্থগিতাদেশ রবিবার (২৪ আগস্ট) প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে এই সমন্বয় কমিটিকে পুনর্বহাল করা হয়েছে।


আরও পড়ুন: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৫ জুন আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে কমিটি স্থগিত করা হয়েছিল। রবিবার একই দুই নেতার নির্দেশে স্থগিতাদেশ প্রত্যাহার করে কমিটি পুনর্বহাল করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আজ থেকে আদেশটি কার্যকর হবে।


আরএক্স/