পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২১ পিএম, ২৪শে আগস্ট ২০২৫

ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা।
শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানে পাকিস্তান হাইকমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে তারা নৈশভোজেও অংশ নেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
আরও পড়ুন: গৃহবধূ থেকে যেভাবে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া
বিএনপির পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এবং দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদও বৈঠকে যোগ দেন।
আরও পড়ুন: ভুয়া প্রেস বিজ্ঞপ্তি নিয়ে সতর্ক করলেন রিজভী
অন্যদিকে পাকিস্তান সরকারের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সাবেক হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী, বর্তমান হাইকমিশনার ইমরান হায়দার, পাকিস্তানের স্টেট ব্যাংকের গভর্নর তারিক বাজওয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইলিয়াস মাহমুদ নিযামী ও মুহাম্মদ উমায়ের লতিফ, পরিচালক দিলদার আলি আবরো এবং ডেপুটি চিফ অব প্রোটোকল হাফিজ উল্লাহ।
তবে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

পিআর পদ্ধতিতেই হবে আগামী সংসদ নির্বাচন: নায়েবে আমির ডা. তাহের

বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ নিয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আশাবাদী

জামায়াত আমিরের বাসভবনে গেলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার সঙ্গে যে আলোচনা করলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী
