বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ


Janobani

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ০৬:১০ পিএম, ২৪শে আগস্ট ২০২৫


বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ
ফাইল ছবি।

দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানকে শোকজ করেছে বিএনপি। রবিবার (২৪ আগস্ট) বিএনপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।


সম্প্রতি বিভিন্ন টকশো ও সভা-সেমিনারে দেওয়া বক্তব্যকে ঘিরে দলের ভেতরে-বাইরে সমালোচনার ঝড় ওঠে। একটি বেসরকারি টেলিভিশনের আলোচনায় ফজলুর রহমান বলেন, ৫ আগস্টের আন্দোলন পরিচালনায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশ জামায়াত ইসলামি ও ইসলামী ছাত্রশিবির।


আরও পড়ুন: গৃহবধূ থেকে যেভাবে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া


বিএনপির পাঠানো শোকজ নোটিশে বলা হয়, তিনি জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান ও আত্মদানকারী শহীদদের নিয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন, যা দলীয় আদর্শ ও আন্দোলনের চেতনার পরিপন্থী। তার এ বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং দলীয় সুনাম ক্ষুণ্নের সুপরিকল্পিত চেষ্টার শামিল বলে অনেকে মনে করছেন।


চিঠিতে আরও উল্লেখ করা হয়, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বিএনপির সাড়ে চার শতাধিক নেতাকর্মীসহ প্রায় দেড় হাজার মানুষ শহীদ এবং ৩০ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এ বীরোচিত ভূমিকা বারবার অমর্যাদা করেছেন ফজলুর রহমান। এমনকি তিনি জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত করেছেন।


আরও পড়ুন: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক


এ কারণে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে।


আরএক্স/