যে জরুরি বার্তা জারি করেছে পুলিশের হেডকোয়ার্টার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৬ পিএম, ২৪শে আগস্ট ২০২৫

বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার থেকে অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে জরুরি বার্তা জারি করা হয়েছে।
এতে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অনলাইন আবেদন দাখিলের সময়সীমা সম্পর্কে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
রবিবার (২৪ আগস্ট) রাতে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় জানানো হয়, আগামী ২৫ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। নির্ধারিত সময় পার হওয়ার পর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। ফলে নির্ধারিত সময়সীমার পর আর কোনো আবেদন গ্রহণ করা সম্ভব হবে না।
বার্তায় আরও বলা হয়, বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণ করতে আগ্রহী কর্মকর্তা ও কর্মচারীদের নির্দিষ্ট সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হয়েছে।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার আহ্বান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার

সোমবার রোহিঙ্গা সংলাপের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
