দেশে তাপমাত্রা বাড়লেও অব্যাহত থাকবে বৃষ্টি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:০৪ পিএম, ২৫শে আগস্ট ২০২৫


দেশে তাপমাত্রা বাড়লেও অব্যাহত থাকবে বৃষ্টি
ফাইল ছবি

দেশজুড়ে আগামী কয়েক দিন তাপমাত্রা সামান্য বাড়লেও একই সময়ে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৫ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।


পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৯টার মধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে।


আরও পড়ুন: ফের লঘুচাপের আভাস, বন্দরে ৩ নম্বর সংকেত


পরবর্তী দিনগুলোতে ধাপে ধাপে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বুধবার (২৭ আগস্ট) চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ জায়গায়, ঢাকাসহ আশপাশের বিভাগগুলোতে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এ সময় সিলেট, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলে মাঝারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।


বৃহস্পতিবার (২৮ আগস্ট) এবং শুক্রবার (২৯ আগস্ট) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগেও দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা কিছুটা কমতে পারে।


আরও পড়ুন: সাগরে নতুন লঘুচাপের শঙ্কা, টানা প্রবল বর্ষণের পূর্বাভাস


এছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।


সিনপটিক অবস্থায় উল্লেখ করা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে রাজস্থান থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এটি বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থায় রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।


আরও পড়ুন: ঝড়-বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ, বন্দরে ৩ নম্বর সংকেত


রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীর হাতিয়ায় ২৫ মিলিমিটার। এ সময় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রাঙামাটিতে ২৪ ডিগ্রি সেলসিয়াস।


এএস