শাহবাগ মোড় অবরোধ করল বুয়েট শিক্ষার্থীরা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:২৯ পিএম, ২৬শে আগস্ট ২০২৫


শাহবাগ মোড় অবরোধ করল বুয়েট শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ মোড় মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা অবরোধ করেছেন। এর ফলে গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।


শিক্ষার্থীরা জানায়, গত সোমবার নেসকো কার্যালয়ে ডাকাডাকি করে গলা কেটে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বুয়েটের ইইই-১৭ ব্যাচের প্রকৌশলী রোকনুজ্জামান রোকনের প্রতি। এর প্রতিবাদে দেশব্যাপী ‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।


কর্মসূচির অংশ হিসেবে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিল নিয়ে শাহবাগে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া, দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে নেস্কোর আঞ্চলিক কার্যালয় ও জেলা প্রশাসকের অফিস ঘেরাও ও মানববন্ধন করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং প্রকৌশল অধিকার আন্দোলনের তিন দফা বাস্তবায়নের জন্য প্রকৌশল খাত সংস্কার কমিশন গঠন করার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।