সরকারি কমিটি প্রত্যাখ্যান, পাঁচ দফা দাবিতে অনড় প্রকৌশল শিক্ষার্থীরা

প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীরা সরকারের গঠিত কমিটি প্রত্যাখ্যান করেছে।
বিজ্ঞাপন
প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীরা সরকারের গঠিত কমিটি প্রত্যাখ্যান করেছে। বুধবার (২৭ আগস্ট) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থী প্রতিনিধি জুবায়ের আহমেদ এ ঘোষণা দেন। একই সঙ্গে তিনি নতুন পাঁচ দফা দাবি উপস্থাপন করেন।
জুবায়ের আহমেদ বলেন, প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে শিক্ষার্থীদের সামনে ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি আরও জানান, ঘোষিত কমিটিতে আন্দোলনকারীদের কোনো প্রতিনিধিত্ব না থাকায় তা প্রত্যাখ্যান করা হয়েছে। অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের অন্তর্ভুক্ত করে নতুন কমিটি গঠন করতে হবে। পাশাপাশি পূর্বে উত্থাপিত তিন দফা দাবি দ্রুত নির্বাহী আদেশের মাধ্যমে কার্যকর করতে হবে। এ বিষয়ে উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান, আদিলুর রহমান ও সৈয়দ রিজওয়ানা হাসানকে লিখিত নিশ্চয়তা দিতে হবে।
শিক্ষার্থী প্রতিনিধি আরও বলেন, পুলিশি হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকারকে বহন করতে হবে। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে পুলিশ দিয়ে আর কোনো হামলা করা যাবে না।
বিজ্ঞাপন
আরও পড়ুন: রাজধানীতে এক দিনে ২৩৪৪ ট্রাফিক মামলা
বিজ্ঞাপন
এছাড়া শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে চাকরিচ্যুত করার দাবি জানানো হয়।
এএস








