ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা দেশকে উপহার দিয়েছেন: নুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২০ পিএম, ২৮শে আগস্ট ২০২৫

ফজলুর রহমানকে নিয়ে সাম্প্রতিক বিতর্কের মধ্যে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, এ দেশ উপহার দিয়েছেন ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা। অথচ তাকে যেভাবে অপমান ও অবমূল্যায়ন করা হয়েছে, তা অনভিপ্রেত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নুর বলেন, “ফজলু ভাই মুক্তিযুদ্ধের সময়ে অবদান রেখেছেন। যে স্বাধীন দেশে আমরা দাঁড়িয়ে কথা বলছি, বিদেশে লাল পাসপোর্ট ব্যবহার করছি - এ দেশ উপহার দিয়েছেন মুক্তিযোদ্ধারা, যাদের মধ্যে ফজলু ভাইয়ের মতো মানুষও রয়েছেন।”
আরও পড়ুন: বাংলাদেশে পিআর পদ্ধতি গ্রহণযোগ্য নয়: রিজভী
তিনি আরও উল্লেখ করেন, প্রবীণ ও শিশুদের অনেক সময় মনস্তাত্ত্বিক কারণে আচরণে ভিন্নতা দেখা দেয়। পরিবারে বয়স্কদের যেমন সম্মান করা হয়, তেমনি মুক্তিযোদ্ধাদেরও মর্যাদা দেওয়া উচিত।
নুর সমালোচকদের উদ্দেশ্যে বলেন, “ফজলু ভাইয়ের ভুল থাকতে পারে, তার বক্তব্য নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু তাকে ‘ফজলু পাগলা’ বলে অপমান করা শোভনীয় নয়। সমালোচনা করার মতো যোগ্যতাই অনেকের নেই।”
আরও পড়ুন: চীন সফরে গেছেন এনসিপির আট সদস্যের প্রতিনিধি দল
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নুর আরও বলেন, দেশের ভেতরে নানা রাজনৈতিক মতাদর্শের মানুষ একসাথে আলোচনায় বসতে পারেন। প্রয়োজনে দলীয় ফোরাম বা সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়গুলো তুলে ধরা যায়। ফজলুর রহমানের বক্তব্য নিয়ে অযথা বিতর্ক তৈরি করার কোনো প্রয়োজন নেই।
তিনি এসময় আরও বলেন, ৫ আগস্টের ঘটনার নেপথ্যের কুশীলীদের জনগণ জানে। তবে সময়মতো প্রমাণসহ তা আবারও স্মরণ করিয়ে দেওয়া হবে।
এএস