বাংলাদেশে পিআর পদ্ধতি গ্রহণযোগ্য নয়: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২২ পিএম, ২৭শে আগস্ট ২০২৫

বাংলাদেশে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) নির্বাচন পদ্ধতি কার্যকর নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: চীন সফরে গেছেন এনসিপির আট সদস্যের প্রতিনিধি দল
রিজভী বলেন, “ফ্যাসিস্ট সরকারের দমননীতির কারণে দেশের মানুষ দীর্ঘ ১৬ বছর ধরে নির্যাতন সহ্য করছে। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এই সময়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা নিরলস সংগ্রাম চালিয়ে গেছি। এই আন্দোলনে অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছেন। শুধু জুলাই মাসের বিদ্রোহেই বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ১৩০ শিশু নিহত হয়েছে।”
তিনি আরও বলেন, “আমাদের প্রায় ৪৫০ জন নেতাকর্মীও জীবন দিয়েছে। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই ৫ আগস্টের অর্জন সম্ভব হয়েছে, যা কখনও ভুলে যাওয়া যাবে না।”
আরও পড়ুন: তরুণ প্রার্থীদের নিয়ে নির্বাচনে চমক দেখাতে চায় জামায়াত
বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে অভিযোগ করে রিজভী বলেন, “একজন মানুষ ৩০ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। অথচ এখন কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতির দাবি তুলছে, যা বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ভারত, যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যের মতো দেশেও এ ব্যবস্থা কার্যকর নয়।”
সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির কোষাধ্যক্ষ ও দেওয়ানগঞ্জ উপজেলা সভাপতি এম রশিদুজ্জামান মিল্লাত। এতে আরও বক্তব্য রাখেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম এবং সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেস আলী মামুন।
আরও পড়ুন: সরকারের ভেতরের একটি মহল নির্বাচন ঠেকাতে সক্রিয়: মির্জা ফখরুল
এর আগে, বিএনপি নেতারা বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত ও আহত ১৬ পরিবারের মধ্যে আর্থিক সহায়তা ও অটোরিকশা বিতরণ করেন।
এএস