সরকারের ভেতরের একটি মহল নির্বাচন ঠেকাতে সক্রিয়: মির্জা ফখরুল


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:০২ পিএম, ২৭শে আগস্ট ২০২৫


সরকারের ভেতরের একটি মহল নির্বাচন ঠেকাতে সক্রিয়: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকারের ভেতরে একটি মহল সচেতনভাবে গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আসা থেকে বিরত রাখার চেষ্টা করছে। তার মতে, যদি তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করা হতো, তাহলে বর্তমান রাজনৈতিক জটিলতা সহজেই মিটে যেত।


বুধবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


আরও পড়ুন: জুলুমের বিরুদ্ধে বিদ্রোহে উজ্জীবিত করেছেন নজরুল: তারেক রহমান


ফখরুল বলেন, “সরকারের মধ্যে একটি গোষ্ঠী গণতন্ত্রবিরোধী অবস্থান নিয়েছে। তারা চায় না গণতান্ত্রিক শক্তি ক্ষমতায় আসুক। ১০ মাস আগে নির্বাচন দিলে আজকের সংকট তৈরি হতো না।”


তিনি দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে বলেন, “সংবিধান সংস্কারের কাজ দ্রুত শেষ করুন, জটিলতা না বাড়িয়ে নির্বাচনের ব্যবস্থা করুন। এর বাইরে কোনো বিকল্প নেই।”


আরও পড়ুন: রুমিন ফারহানাকে ‘রায়বাঘিনি’ আখ্যা দিলেন গোলাম মাওলা রনি


বিএনপি মহাসচিব দুর্নীতির প্রসঙ্গ টেনে বলেন, সমাজের প্রায় সবখানেই দুর্নীতি ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা অভিযোগ করছেন, আগে যেখানে ১ লাখ টাকা দিতে হতো, এখন দিতে হচ্ছে ৫ লাখ। রাজনৈতিক নেতৃত্বের অনেকে এই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন, যা দেশের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।


তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার নানা চেষ্টা চলছে। কিন্তু তা সম্ভব নয়, কারণ স্বাধীনতার জন্য বীর শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। এজন্য জনগণকে আরও সচেতন থাকার আহ্বান জানান তিনি।


এএস