রুমিন ফারহানাকে ‘রায়বাঘিনি’ আখ্যা দিলেন গোলাম মাওলা রনি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪১ পিএম, ২৭শে আগস্ট ২০২৫

বিএনপির নেত্রী রুমিন ফারহানাকে “রায়বাঘিনি” আখ্যা দিয়ে তাকে দলের সবচেয়ে সাহসী ও প্রভাবশালী নেতাদের একজন হিসেবে উল্লেখ করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তার মতে, রুমিনের একক প্রচেষ্টা বিএনপিকে যে জায়গায় নিয়ে গেছে, তা শত নেতা মিলে করতেও সক্ষম হননি।
নিজের ইউটিউব চ্যানেলে সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গে কথা বলতে গিয়ে রনি বলেন, রুমিন ফারহানার পারিবারিক ব্যাকগ্রাউন্ড অত্যন্ত শক্তিশালী ও সম্মানজনক। তিনি শুধু বুদ্ধিমতীই নন, তাকে “বিউটি উইথ ব্রেইন” হিসেবেও আখ্যায়িত করা যায়।
আরও পড়ুন: হাসনাত আব্দুল্লাহকে নিয়ে কটূক্তির ব্যাখ্যা দিলেন রুমিন ফারহানা
রনি আরও বলেন, “বিএনপিতে কিংবা দেশের রাজনীতিতে খুব কম মানুষ আছেন, যারা রুমিনকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করতে পারেন। তিনি সাহসের সঙ্গে ‘আপনি কে?’ বলতে পারেন। তার মতো দৃঢ়চেতা নেতৃত্বকে সমর্থন না দেওয়াটাই বিএনপির বড় ভুল।”
তার দাবি, সংসদে রুমিনের একটি বক্তব্য বিএনপিকে যেভাবে আলোচনায় নিয়ে এসেছে, সেটি বিএনপির শতাধিক নেতা একসঙ্গে করতেও পারেননি। বর্তমান সময়ে টেলিভিশন টকশোতেও তিনি বিএনপির সবচেয়ে আলোচিত ও গ্রহণযোগ্য মুখ।
আরও পড়ুন: আন্দোলন চলবে, যতদিন মানুষ ব্যালটে ভোট দিতে না পারে: শামা ওবায়েদ
এদিকে, সম্প্রতি আসন পুনর্বিন্যাস সংক্রান্ত শুনানিতে এনসিপি নেতাদের সঙ্গে রুমিন সমর্থকদের হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রুমিনকে নিয়ে নানা সমালোচনা হচ্ছে। একই সময়ে এনসিপি নেতা হাসনাত তার বিরুদ্ধে কড়া মন্তব্য করেন, আর পাল্টা প্রতিক্রিয়ায় রুমিনও তাকে কটূক্তি করেন।
এএস