দক্ষিণ সিটিতে প্রতিনিধি মনোনয়ন দিল ঢাকা ওয়াসা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


দক্ষিণ সিটিতে প্রতিনিধি মনোনয়ন দিল ঢাকা ওয়াসা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মান নিয়ন্ত্রণ ও গ্রহণ কমিটিতে একজন প্রতিনিধি মনোনয়ন দিয়েছে ঢাকা ওয়াসা।

সোমবার (১৮ এপ্রিল) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করে ওয়াসার মডস জোন-১ এর নির্বাহী প্রকৌশলী আল আমিনকে প্রতিনিধি মনোনয়ন দেন।

ঢাকা ওয়াসার সচিব শারমিন হক আমীর অফিস আদেশে উল্লেখ করেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন সব বিভাগ, শাখা, আঞ্চলিক কার্যালয়ে ব্যবহারের জন্য মালামালের টেকনিক্যাল, স্পেসিফিকেশন ও পরিমাণ অনুযায়ী কার্যাদেশপ্রাপ্ত সরকারি প্রতিষ্ঠান থেকে যথাযথভাবে গ্রহণ করার লক্ষ্যে গঠিত মান নিয়ন্ত্রণ ও গ্রহণ কমিটিতে ঢাকা ওয়াসা একজন প্রতিনিধি মনোনয়ন দিয়েছে।

তিনি আরও জানান, ঢাকা ওয়াসার পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে মডস জোন-১ এর নির্বাহী প্রকৌশলী আল আমিনকে। ঢাকা ওয়াসার পক্ষ থেকে এই কর্মকর্তাকে মনোনয়ন দিয়ে তা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব আকরামুজ্জামান বরাবর পাঠানো হয়েছে।

জি আই/