ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৪ পিএম, ২৮শে আগস্ট ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা বা রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ রোডম্যাপ প্রকাশ করেন।
আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে মোট ২৪টি পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু হবে, যা অক্টোবর পর্যন্ত চলবে। এছাড়া নভেম্বরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, কমিশনের অনুমোদিত রোডম্যাপে নির্বাচনের প্রস্তুতিমূলক প্রতিটি ধাপের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তবে নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটগ্রহণের তারিখ এতে উল্লেখ নেই।
আরও পড়ুন: ছাত্র সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের গুজব ভিত্তিহীন: আইএসপিআর
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার কমিশনার ও ইসি সচিবের বৈঠকে এই কর্মপরিকল্পনা অনুমোদন হয়।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, রোডম্যাপের সবকিছু চূড়ান্ত হয়েছে। শুধু আনুষ্ঠানিকভাবে প্রকাশের প্রক্রিয়া চলছে। ইসি কর্মকর্তারা জানান, এতে আইন সংস্কার, আসনসীমা নির্ধারণ, নতুন রাজনৈতিক দল ও পর্যবেক্ষক নিবন্ধন, ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী সামগ্রী সংগ্রহ, ভোটকেন্দ্র চূড়ান্তকরণ, কর্মকর্তা নিয়োগ ও প্রশিক্ষণের মতো বিষয়গুলোর সময়সূচি উল্লেখ রয়েছে।
আরও পড়ুন: ঘরে বসেই অনলাইনে পাওয়া যাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
ইসি সূত্র বলছে, ঘোষিত রোডম্যাপ অনুসারে ডিসেম্বরেই তফসিল ঘোষণা করে ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করবে নির্বাচন কমিশন। এতে আসন্ন জাতীয় নির্বাচনের ব্যাপারে জনমনে থাকা শঙ্কা কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।
এএস