Logo

ছাত্র সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের গুজব ভিত্তিহীন: আইএসপিআর

profile picture
জনবাণী ডেস্ক
২৯ আগস্ট, ২০২৫, ২৪:৫২
71Shares
ছাত্র সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের গুজব ভিত্তিহীন: আইএসপিআর
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসন্ন ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞাপন

আসন্ন ডাকসুসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে স্পষ্ট করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের দায়িত্ব পালনের সুযোগ নেই বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বুধবার (২৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে সেনা মোতায়েনের খবর প্রচারিত হচ্ছে। তবে এসব তথ্য সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীকে ছাত্র সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এ ছাড়া ভবিষ্যতেও সেনাবাহিনী এ ধরনের কার্যক্রমে যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আইএসপিআর আশা প্রকাশ করেছে যে, বিদ্যমান আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে নির্বাচনী প্রক্রিয়া শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD