বাকেরগঞ্জে মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরের সচিবের মতবিনিময় সভা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১০:১১ পিএম, ২৮শে আগস্ট ২০২৫


বাকেরগঞ্জে মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরের সচিবের মতবিনিময় সভা
ছবি: প্রতিনিধি।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মাদ্রাসা শিক্ষা মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা  অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 


বিহারিপুর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোয়াজ্জাম হোসাইন আনছারীর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের মাননীয় সচিব মো. রফিকুল ইসলাম।


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশালের তত্ত্বাবধায়ক শিক্ষা প্রকৌশলী বলরাম কুমার মন্ডল,নির্বাহী প্রকৌশলী সহিদুল ইসলাম, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজি (উন্নয়ন) জহিরুল ইসলাম,বরিশাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিদপ্তরের পরিচালক মোয়াজ্জম হোসেন,বরিশাল কারিগরি শিক্ষা পরিদপ্তরের পরিচালক আরিফুর রহমান,বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন বক্তব্য রাখেন।


এসডি/