তারেক রহমানের নেতৃত্বেই পতন ঘটেছে হাসিনার: টুকু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৭ পিএম, ২৬শে আগস্ট ২০২৫

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর নেতৃত্বেই শেখ হাসিনার পতন ঘটেছে এবং দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে।
টাঙ্গাইল পৌর শহরের আদালতপাড়া এলাকায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে টুকু এ মন্তব্য করেন।
আরও পড়ুন: নির্বাচনবিরোধী কথা বললে রাজনীতি থেকে মাইনাস: সালাহউদ্দিন
তিনি বলেন, অনেক রাজনৈতিক দল ফ্যাসিবাদের সঙ্গে আঁতাত করে নির্বাচনে অংশ নিলেও বিএনপি কখনো আপস করেনি। অসংখ্য নেতা গুম ও খুনের শিকার হয়েছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন কারাভোগ করেছেন, তবুও বিএনপি ন্যায়ের পক্ষে থেকেছে।
টুকু আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেন, বাকশাল থেকে দেশকে মুক্ত করেন এবং স্বাধীনতার ঘোষণার মাধ্যমে এ জাতিকে মুক্তির পথে নিয়ে যান। আর খালেদা জিয়া নয় বছর সংগ্রামের পর দেশকে সংসদীয় গণতন্ত্র উপহার দেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনিও ছয় বছর কারাভোগ করেছেন।
আরও পড়ুন: সংস্কার এড়ালে রাজনৈতিক দলগুলোকেই মাশুল দিতে হবে: বদিউল আলম মজুমদার
বিএনপি গণতান্ত্রিক দল দাবি করে তিনি বলেন, “আমাদের দল কখনো ক্ষমতার রাজনীতি করে না, সবসময় জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করে। দেশনায়ক তারেক রহমানও সবসময় এ কথাই বলেন- এ দেশের মালিক জনগণ, আমরা সবাই মিলেই মালিক।”
টুকু জানান, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে। প্রতিটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু হবে, যা মা-বোনদের নামে থাকবে। এই কার্ডের মাধ্যমে মাসিক নগদ অর্থ অথবা সমপরিমাণ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী দেওয়া হবে। পাশাপাশি এক কোটি বেকার যুবকের কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
আরও পড়ুন: হাসনাতকে উদ্দেশ্য করে ফেসবুকে পোস্ট দিলেন রুমিন ফারহানা
অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিকসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
এএস