পূবাইলে গভীর রাতে ডাকাতি, বোনের অভিযোগ পারিবারিক ষড়যন্ত্র
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:০৩ পিএম, ২৬শে আগস্ট ২০২৫

রবিউল আলম,পূবাইল : গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকার খিলগাঁও কামারিয়া গ্রামে গভীর রাতে স্বামী-স্ত্রীকে হাত-পা বেঁধে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় প্রকৃত ডাকাতির পাশাপাশি পারিবারিক ষড়যন্ত্রের অভিযোগও উঠেছে।
আরও পড়ুন: ইসির সিদ্ধান্তে কৃতজ্ঞতা প্রকাশ করেছে গাজীপুরের বিএনপি নেতারা
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (২৬ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে মুখোশধারী ৬–৭ জন সশস্ত্র ডাকাত কেচি গেটের তালা ভেঙে ভুক্তভোগী জুয়েলের বাড়িতে প্রবেশ করে। প্রথমে জুয়েল ও তার স্ত্রীকে বেঁধে দুই ভরি স্বর্ণালঙ্কার ও ৯০ হাজার টাকা লুট করে নেয়। এরপর জুয়েলের স্ত্রীকে দিয়ে পাশের কক্ষে থাকা তার বোন হোসনেয়ারাকে ডেকে আনে। ডাকাতরা একই কায়দায় হোসনেয়ারাকে বেঁধে আরও ১০ ভরি স্বর্ণালঙ্কার ও ২৫ হাজার টাকা নিয়ে যায়।
এ ঘটনায় লুট হওয়া স্বর্ণের মালিক দাবি করে রওশনয়ারা বলেন, নিরাপত্তার জন্য তিনি বড় বোন হোসনেয়ারার কাছে ১২-১৩ ভরি স্বর্ণ রেখেছিলেন, যা মূলত ডাকাতরা নিয়ে গেছে। তবে ঘটনাটি নিয়ে তার গভীর সন্দেহ রয়েছে। তিনি প্রশ্ন তোলেন,যদি সত্যিই ডাকাতি হতো, তবে আগে আমার বাসায় ঢুকে কেন ভাই ও অন্য বোনের ঘরে ঢুকল? এ ঘটনায় আমার ভাই, বোন এমনকি আমার স্বামীও জড়িত থাকতে পারে। আমার স্বামী বাসায় ছিলেন না, বাইরের কাউকে দিয়ে ঘটনাটি ঘটানো হয়ে থাকতে পারে।
আরও পড়ুন: গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে পলাশে মানববন্ধন
অন্যদিকে হোসনেয়ারা জানান, রাত দুইটার দিকে ভাইয়ের অসুস্থতার কথা বলে জুয়েলের স্ত্রী তার দরজায় কড়া নাড়েন। তিনি দরজা খোলার পরপরই ডাকাতরা অস্ত্র ঠেকিয়ে তাদের বেঁধে ফেলে এবং স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে।
এ বিষয়ে পূবাইল থানার এসআই মো. নাজমুল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এটি প্রকৃত ডাকাতি নাকি অন্য কোনো ঘটনা, তা দ্রুতই উদঘাটন করা হবে।
এসডি/