শরীয়তপুরে জানমালের নিরাপত্তা চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৪১ পিএম, ২৫শে আগস্ট ২০২৫


শরীয়তপুরে জানমালের নিরাপত্তা চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন
ছবি: প্রতিনিধি

শরীয়তপুর সদর পৌরসভার আটং গ্রামের মোহাম্মদ রুহুল আমিন ও তার পরিবার জানমালের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। তারা দাবি করেছেন, গত ১৬ আগস্ট রাতে প্রায় ২০–২৫ সন্ত্রাসী তার বসতঘরে হ্যান্ড গ্রেনেড ও পেট্রোল দিয়ে আক্রমণ করার চেষ্টা করেছিলেন।


রুহুল আমিন জানান, ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেওয়া হলেও এক সপ্তাহ পার হওয়া সত্ত্বেও এখনও নিরাপত্তা পাননি। অপরপক্ষে, জাহাঙ্গির হোসেন বেপারী দাবি করেছেন, রুহুল আমিনরা তার গাছ কেটে দখল নেওয়ার চেষ্টা করছেন এবং তার বৃদ্ধা মাকে মারধর করেছেন।


পালং মডেল থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।