শ্রীপুরে আট বছরের শিশুকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:৪৯ এএম, ২৫শে আগস্ট ২০২৫


শ্রীপুরে আট বছরের শিশুকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ
আটক ধর্ষক। ছবি: প্রতিনি ধি।

গাজীপুরের শ্রীপুরে  আট বছরের এক শিশু ক‌ে চকলেট খাওয়ানোর ল‌োভ দেখিয়ে  ষাট‌োর্ধ বৃদ্ধ কর্তৃক ধর্ষিত। এসময় শিশুটির ডাক চিৎকারে এলাকাবাসী এসে ধর্ষণকারী বৃদ্ধকে আটক ককে পুলিশে সোপর্দ করে।


রবিবার (২৪ আগস্ট) বিকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামে এ ঘটনা ঘটে।


ধর্ষক মো. জালাল উদ্দীন (৬৫) জাহাঙ্গীর পুর গ্রামের মৃত তহুর উদ্দিনের পুত্র। শিশুটি তার প্রতিবেশী হওয়ায় চকলেটের লোভ দেখিয়ে জঙ্গলে নিয়ে এ ঘটনা ঘটায়।


তদন্তকারী কর্মকর্তা আব্দুল কুদ্দুস জানান, প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ওই ছাত্রী পরীক্ষা শেষ করে বাড়ি ফিরছিলেন। এসময় পুর্ব পরিচিত প্রতিবেশী লম্পট জালাল উদ্দীন চকলেটের লোভ দেখিয়ে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।


শিশুটির ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এসময় দৌঁড়ে পালানোর সময় ধর্ষক জালাল উদ্দীনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।


শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 এসডি/