বাল্যবিবাহ প্রতিরোধে ধামরাইয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:৩৫ পিএম, ২৪শে আগস্ট ২০২৫

‘সবাই মিলে যদি হই একজোট, বাল্য বিবাহ হবে প্রতিরোধ’এ স্লোগানকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: ধামরাইয়ে দুই যুবককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা, এলাকাবাসীর মানববন্ধন
রবিবার (২৪ আগস্ট) দুপুরে সোমভাগ ইউনিয়নের কালামপুর এলাকায় সজাগ ট্রেনিং সেন্টারে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফুড ফর দি হাংরী (এফএইচ এসোসিয়েশন) ধামরাই এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এফ এইচ এসোসিয়েশনের ধামরাই এরিয়া প্রোগ্রাম ম্যানেজার উজ্জল মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি।
অনুষ্ঠানে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়। বাল্যবিবাহ প্রতিরোধে মানুষের মানসিকতার পরিবর্তন জরুরি। সমাজের দৃষ্টিভঙ্গি না পাল্টালে আইন প্রয়োগ করেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না।’
প্রধান অতিথির বক্তব্যে ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রিদওয়ান আহমেদ রাফি বলেন, সরকার ইতোমধ্যে বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে এবং বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭-এর ধারা ১৯ সংশোধনের কাজ চলমান রয়েছে।
সরকার ‘কুইক রেসপন্স টিম’ গঠনের উদ্যোগ নিয়েছে। দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে টিম গঠন করা হচ্ছে, যারা বাল্যবিবাহ প্রতিরোধে দ্রুত প্রতিক্রিয়া জানাতে কাজ করবে।
নিবন্ধপ্রাপ্ত অর্গানাইজেশনগুলো বাল্য বিবাহ নিয়ে কাজ করে তাহলে বিষয়টি ভাল হয়। উপজেলা কর্মী গ্রাম পুলিশকে গুরুত্ব দিতে হবে। তরুণদের একটা দল তৈরি করা যায় যারা বাল্য বিবাহের খবর জানিয়ে দিবে।
আলোচনা অনুষ্ঠানের পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুন্দরবন নাট্য থিয়েটারের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনামূলক নাটক ও পট গান পরিবেশন করা হয়।
আরও পড়ুন: ধামরাইয়ে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
এ সময় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, ইমাম, সাংবাদিক, সমাজপতিসহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এফ এইচ এসোসিয়েশনের ধামরাই এরিয়া প্রোগ্রাম ম্যানেজার উজ্জল মন্ডল জানান, স্বাস্থ্য শিক্ষা পুষ্টি ও ওয়াশ কর্মসূচি সহ অনগ্রসর এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এফ এইচ কাজ করে যাচ্ছেন।
এসডি/