আলফাডাঙ্গায় ভ্যানচালক দেলোয়ারের বেঁচে থাকার আকুতি
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৩৫ পিএম, ২৫শে আগস্ট ২০২৫

আলফাডাঙ্গার টিকরপাড়া গ্রামের ভ্যানচালক দেলোয়ার মোল্যা কয়েক মাস আগে গাছ থেকে পড়ে মেরুদণ্ডের হাড় ভেঙে পঙ্গু হয়ে বসেছেন। তিনি জানালেন, কোমরের নিচের পায়ের পাতা কাজ করছে না, উঠতে-বসতেও অন্যের সাহায্য ছাড়া পারছেন না। চিকিৎসা না হলে চিরতরে পঙ্গু হয়ে যাবেন।
ছোটবেলা থেকে দরিদ্র দেলোয়ার পরিবারের সংসার চলত কৃষিকাজ ও ভ্যান চালিয়ে। অপারেশনের জন্য চার লাখ টাকা খরচ হয়ে গেছে, সব সঞ্চয় শেষ। বর্তমানে ওষুধ, খাবার ও দুই কন্যার লেখাপড়ার খরচ জোটানোই চ্যালেঞ্জ।
আরও পড়ুন: ফের লঘুচাপের আভাস, বন্দরে ৩ নম্বর সংকেত
দেলোয়ার ও তার পরিবারের বেঁচে থাকার জন্য মানবিক ও বিত্তবান মানুষের সাহায্যের প্রয়োজন। যারা সাহায্য করতে চান, তারা দেলোয়ারের পাশে দাঁড়িয়ে তাদের জীবনে নতুন আশা জাগাতে পারেন।
আরএক্স/