ইসির সিদ্ধান্তে কৃতজ্ঞতা প্রকাশ করেছে গাজীপুরের বিএনপি নেতারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৬ পিএম, ২৬শে আগস্ট ২০২৫

গাজীপুরে একটি নতুন সংসদীয় আসন যুক্ত করায় নির্বাচন কমিশনের (ইসি) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে স্থানীয় বিএনপি নেতারা। তারা আশ্বাস দিয়েছেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত আছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ঢাকা অঞ্চলের শুনানিতে অংশ নেন গাজীপুরের প্রতিনিধিরা।
আরও পড়ুন: ব্রাজিল থেকে গরুর মাংস আমদানির খবর ভিত্তিহীন
শুনানিতে উপস্থিত বিএনপি নেতা এ কে এম ফজলুল হক মিলন বলেন, “গাজীপুরে আসন বাড়ানো আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। বর্তমান কমিশন সততা ও নিষ্ঠায় অতীতের যেকোনো সময়ের চেয়ে এগিয়ে।”
তিনি আরও যোগ করেন, “আপনারা যে সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন, গাজীপুরবাসীর পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য আমরা ইসির পাশে থেকে সহযোগিতা করব।”
আরও পড়ুন: ঢাবি মেট্রো স্টেশন দুইদিনের জন্য বন্ধ ঘোষণা
অন্যদিকে, একই শুনানিতে বাগেরহাটের প্রতিনিধিরা আসন সংখ্যা কমানোয় ক্ষোভ প্রকাশ করেন। খসড়া প্রস্তাবে বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি করার প্রস্তাব থাকায় তারা অসন্তোষ জানান।
শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। ইসি সচিব আখতার আহমেদ শুনানির সঞ্চালনা করেন।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
গত ৩০ জুলাই ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ করে ইসি। প্রস্তাব অনুযায়ী গাজীপুরে আসন সংখ্যা পাঁচ থেকে বাড়িয়ে ছয় করা হয়, আর বাগেরহাটে চার থেকে কমিয়ে তিনটি করা হয়।
গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বলেন, “আমাদের কয়েকজন নেতা কিছু ওয়ার্ড ও থানা সংযোজনের দাবি তুললেও মূলত সবাই ইসির সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। আসন বাড়ানোয় আমরা কৃতজ্ঞ।”
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

জুলাই শহীদ পরিবারের অনুদান ও ভাতা বণ্টনে সরকারের নতুন নীতিমালা

অটোমেশন চালু না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে ভ্যাট নিরীক্ষা: এনবিআর চেয়ারম্যান

খাল ও ভূমি দখলকারীদের কোনো ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

মার্কিন পররাষ্ট্র দপ্তরে আইনগত ব্যবস্থা চেয়ে চিঠি দিয়েছে কনস্যুলেট
