মুন্সীগঞ্জে পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৩৫ পিএম, ২৬শে আগস্ট ২০২৫


মুন্সীগঞ্জে পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ায় লুট হওয়া অস্ত্র দিয়ে পুলিশের অস্থায়ী ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেবে যৌথ বাহিনী। এ কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।


আরও পড়ুন: ইসরায়েলি আগ্রাসন বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার সময়: পররাষ্ট্র উপদেষ্টা


মঙ্গলবার (২৬ আগস্ট) কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, খাল দখলকারীদের ছাড় দেওয়া হবে না। এই এলাকায় ভূমিদস্যুর সংখ্যা বেশি, তাই সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এছাড়া খাল দূষণকারী ও দখলকারীদের বিরুদ্ধে স্থানীয়ভাবে প্রতিরোধ গড়ে তোলা জরুরি।


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, খালের পাড় যাতে দখল না হয়, তার জন্য ঢালাই করা হবে। এছাড়া পরিবেশ সংরক্ষণে সবার সচেতনতা প্রয়োজন।


আরও পড়ুন: অধিকার নিশ্চয়তা পেলে মিয়ানমারে ফিরতে রাজি রোহিঙ্গারা: খলিলুর রহমান


এর আগে, সোমবার (২৫ আগস্ট) মুন্সীগঞ্জে অস্থায়ী ক্যাম্পে পুলিশের টহল সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় নৌ-ডাকাতদল। পুলিশ আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। প্রায় ত্রিশ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি চললেও এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।


আরএক্স/