Logo

ইসরায়েলি আগ্রাসন বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার সময়: পররাষ্ট্র উপদেষ্টা

profile picture
জনবাণী ডেস্ক
২৬ আগস্ট, ২০২৫, ২২:৫৯
34Shares
ইসরায়েলি আগ্রাসন বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার সময়: পররাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের সামরিক আগ্রাসন ও গণহত্যা বন্ধ করতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার সময়।

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের সামরিক আগ্রাসন ও গণহত্যা বন্ধ করতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার সময়।

রবিবার (২৫ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের জরুরি বৈঠকে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। পরে রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তৌহিদ হোসেন বৈঠকে বলেন, গাজায় মানবিক সহায়তা নিরবচ্ছিন্নভাবে প্রবেশের সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি এবং ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী দুই রাষ্ট্র সমাধানের একটি স্থিতিশীল ও বিশ্বাসযোগ্য রূপরেখা তৈরি জরুরি।

তিনি আরও জানান, ফিলিস্তিনের ন্যায্য অধিকারের সংগ্রামে বাংলাদেশের অবস্থান সবসময় স্পষ্ট ও দৃঢ়। মুসলিম বিশ্ব বা ওআইসি ফিলিস্তিন ইস্যুতে যেকোনো উদ্যোগ নিলে বাংলাদেশ সরকার ও জনগণ তা নিঃশর্তভাবে সমর্থন করবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ছিলেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব এম ফরহাদুল ইসলাম এবং ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম জে এইচ জাবেদ। রবিবার তিনি জেদ্দায় পৌঁছান এবং মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকায় ফেরার কথা রয়েছে।

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD