Logo

অধিকার নিশ্চয়তা পেলে মিয়ানমারে ফিরতে রাজি রোহিঙ্গারা: খলিলুর রহমান

profile picture
জনবাণী ডেস্ক
২৬ আগস্ট, ২০২৫, ২২:৪৭
36Shares
অধিকার নিশ্চয়তা পেলে মিয়ানমারে ফিরতে রাজি রোহিঙ্গারা: খলিলুর রহমান
ছবি: সংগৃহীত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারা তাদের মৌলিক অধিকার নিশ্চিত হলে স্বদেশে ফিরে যেতে প্রস্তুত বলে জানিয়েছেন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

বিজ্ঞাপন

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারা তাদের মৌলিক অধিকার নিশ্চিত হলে স্বদেশে ফিরে যেতে প্রস্তুত বলে জানিয়েছেন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে আয়োজিত আন্তর্জাতিক সংলাপের দ্বিতীয় দিনে সোমবার (২৫ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

খলিলুর রহমান জানান, সংলাপের প্রথম দিন রোহিঙ্গারা তাদের অভিজ্ঞতা, সমস্যা ও প্রত্যাশা সরাসরি তুলে ধরেছেন। এটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ প্রথমবারের মতো তারা একই মঞ্চে বসে নিজেদের বক্তব্য প্রকাশের সুযোগ পেয়েছেন।

তিনি বলেন, আসন্ন ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠেয় রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে রোহিঙ্গাদের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর তুলে ধরা হবে। প্রতিবেশী দেশ ও আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংলাপ থেকে উঠে আসা গুরুত্বপূর্ণ ছয়টি দিক তুলে ধরেন খলিলুর রহমান-

১. সমস্যার সমাধানে রোহিঙ্গাদের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া।

২. নিরাপদ, মর্যাদাসম্পন্ন ও স্থায়ী প্রত্যাবাসন নিশ্চিত করা।

বিজ্ঞাপন

৩. খাদ্য, চিকিৎসা ও শিক্ষাসহ মানবিক সহায়তা বাড়ানো।

৪. আস্থা ও বিশ্বাস গঠনে সংলাপ জোরদার করা।

৫. মিয়ানমারের অপরাধমূলক কর্মকাণ্ড নিরসন।

বিজ্ঞাপন

৬. অপরাধীদের পূর্ণ জবাবদিহিতার আওতায় আনা।

তিনি আরও জানান, বাংলাদেশ সরকার এই সংকট মোকাবিলায় সক্রিয়ভাবে কাজ করছে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদাররাও সমর্থন দিচ্ছে। আলোচনার প্রস্তাবনা জাতিসংঘ সম্মেলনে কার্যকর ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংলাপে অংশগ্রহণকারী আন্তর্জাতিক সংস্থা, বিশেষজ্ঞ এবং রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা বিভিন্ন প্রস্তাবনা দিয়েছেন। ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহ আসিফ রহমান উপস্থিত ছিলেন। সংলাপটি মঙ্গলবার (২৬ আগস্ট) শেষ হবে।

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD