সংস্কার এড়ালে রাজনৈতিক দলগুলোকেই মাশুল দিতে হবে: বদিউল আলম মজুমদার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৩ পিএম, ২৬শে আগস্ট ২০২৫

রাজনৈতিক দলগুলো যদি প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে উদাসীন থাকে তবে এর মাশুল তাদেরই দিতে হবে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার।
তিনি আরও মনে করেন, শেখ হাসিনার দৃষ্টান্ত অনুসরণ করলে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা বৃদ্ধি পাবে।
আরও পড়ুন: হাসনাতকে উদ্দেশ্য করে ফেসবুকে পোস্ট দিলেন রুমিন ফারহানা
মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর সিরডাপে সুজন আয়োজিত “জুলাই জাতীয় সনদের খসড়া নিয়ে জনমত জরিপের ফলাফল” প্রকাশ উপলক্ষে আয়োজিত নাগরিক সভায় তিনি এ মন্তব্য করেন।
সভায় উপস্থাপিত জনমত জরিপে দেখা যায়, প্রায় ৯০ শতাংশ মানুষ দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সাংবিধানিক প্রতিষ্ঠানে রূপান্তরের পক্ষে মত দিয়েছেন। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের পক্ষে মত দিয়েছেন ৮৭ শতাংশ অংশগ্রহণকারী। এছাড়া প্রধানমন্ত্রী পদে একজনের সর্বোচ্চ ১০ বছর দায়িত্ব পালনের সীমা বেঁধে দেওয়ার বিষয়েও ৮৯ শতাংশ মানুষ সম্মতি জানিয়েছেন।
আরও পড়ুন: তৌহিদ আফ্রিদি ও তার বাবার গ্রেফতার নিয়ে মুখ খুললেন নুর
সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়টি বারবার আলোচনার টেবিলে আনা হলেও রাজনৈতিক দলগুলো তা গ্রহণে অনাগ্রহ দেখিয়েছে।
এএস