বিএনপি নেতা ফজলুর রহমানের দলীয় পদ স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৬ পিএম, ২৬শে আগস্ট ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানকে ঘিরে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের দায়িত্ব তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, গত ২৪ আগস্ট (সূত্র নং-বিএনপি/সাধারণ/৭৭/১৪৭/২০২৫) তারিখে ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি নির্ধারিত সময়ে লিখিত জবাব না দিয়ে সময় বৃদ্ধির আবেদন করেন। তার প্রেক্ষিতে ২৫ আগস্ট আরও ২৪ ঘণ্টা সময় বাড়ানো হয়।
আরও পড়ুন: বিএনপির শোকজের জবাব দিলেন ফজলুর রহমান
পরবর্তীতে তিনি যে লিখিত জবাব দেন, তা অসন্তোষজনক হওয়ায় দলীয় সিদ্ধান্তে জানানো হয়, বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার অবদান বিবেচনায় কঠোর ব্যবস্থা না নিয়ে কেবল তিন মাসের জন্য তার পদ স্থগিত রাখা হলো।
এছাড়া সিদ্ধান্তে আরও বলা হয়, ভবিষ্যতে টকশো কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়ার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ন না হয় এবং জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে, সে বিষয়ে সর্বদা সচেতন থাকতে হবে।
এএস