বিএনপির শোকজের জবাব দিলেন ফজলুর রহমান


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:১০ পিএম, ২৬শে আগস্ট ২০২৫


বিএনপির শোকজের জবাব দিলেন ফজলুর রহমান
ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে গত ২৪ আগস্ট গণঅভ্যুত্থান প্রসঙ্গে বিতর্কিত মন্তব্যের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছিল। নির্ধারিত ৪৮ ঘণ্টার মধ্যে তিনি মঙ্গলবার (২৬ আগস্ট) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে তার লিখিত জবাব জমা দেন।


শোকজের জবাবে ফজলুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কখনও কুরুচিপূর্ণ বা বিভ্রান্তিকর বক্তব্য দেননি। বরং জুলাই-আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্দোলনের পক্ষে কথা বলেছেন।


আরও পড়ুন: নির্বাচনবিরোধী কথা বললে রাজনীতি থেকে মাইনাস: সালাহউদ্দিন


তিনি উল্লেখ করেন, ধর্ম নিয়ে জনগণের অনুভূতিতে আঘাত করার অভিযোগও ভিত্তিহীন, কারণ তিনি একজন দৃঢ় বিশ্বাসী মুসলমান। তবে রাজনৈতিকভাবে ধর্মভিত্তিক দল জামায়াত-শিবিরের বিরুদ্ধে সবসময় কথা বলেছেন এবং ভবিষ্যতেও বলবেন।


তিনি দাবি করেন, কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিএনপির গণআন্দোলনের প্রতিটি ধাপেই তিনি সক্রিয় ছিলেন। ২০২৩ সালের ২৮ অক্টোবরের মহাসমাবেশের দমনপীড়ন কিংবা ৫ আগস্টের আন্দোলনের বিজয়, প্রতিটি সময়ে তিনি নেতাকর্মীদের অনুপ্রাণিত করেছেন। কিন্তু পরে জামায়াত-শিবির আন্দোলনের কৃতিত্ব নিজেদের দখলে নিতে চায়, যা তিনি প্রকাশ্যে বিরোধিতা করেছেন।


আরও পড়ুন: সংস্কার এড়ালে রাজনৈতিক দলগুলোকেই মাশুল দিতে হবে: বদিউল আলম মজুমদার


চিঠিতে তিনি জামায়াত-শিবিরকে “কালো শক্তি” হিসেবে আখ্যা দিয়ে বলেন, তারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে এবং নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতি সম্মান জানিয়ে তিনি এ ধরনের অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ করাকে নিজের দায়িত্ব বলে মনে করেন।


ফজলুর রহমান আরও লেখেন, গত কয়েক মাসে শত শত বক্তব্য রাখার মধ্যে কিছুতে অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে, তবে বিএনপির ক্ষতির মতো কিছুই তিনি করেননি। দলের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে এবং নেতৃত্বের যেকোনো সিদ্ধান্ত তিনি মেনে নেবেন। প্রয়োজনে নিজের বক্তব্যের কারণে ভুল বোঝাবুঝি হলে তা সংশোধন করতেও তিনি প্রস্তুত।


এএস