নির্বাচনের তারিখ নিয়ে আপত্তি নেই, চাই সংস্কার বাস্তবায়ন: হাসনাত


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:৫৪ পিএম, ২৬শে আগস্ট ২০২৫


নির্বাচনের তারিখ নিয়ে আপত্তি নেই, চাই সংস্কার বাস্তবায়ন: হাসনাত
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নির্বাচনের তারিখ নিয়ে তাদের কোনো আপত্তি নেই। তবে মূল লক্ষ্য হলো সংস্কার বাস্তবায়ন ও বিচারের সুস্পষ্ট রূপরেখা নির্ধারণ করা।


মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন।


আরও পড়ুন: বিএনপি নেতা ফজলুর রহমানের দলীয় পদ স্থগিত


হাসনাত বলেন, “আমাদেরকে এমনভাবে উপস্থাপন করা হয় যেন আমরা নির্বাচনবিমুখ। কিন্তু নির্বাচনের তারিখ নিয়ে আমাদের সমস্যা নেই, আগামীকালও নির্বাচন হতে পারে। তবে আগে সংস্কার বাস্তবায়ন ও বিচার কার্যকরভাবে সম্পন্নের পথনকশা দিতে হবে। সদিচ্ছা থাকলে এবং রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হলে ফেব্রুয়ারির মধ্যেই এসব সম্ভব।”


তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে বিরোধী দল দমন করা হয়েছে। ৫ আগস্টের পর সেই সংস্কৃতির পুনরাবৃত্তি দেখতে চান না তারা।


আরও পড়ুন: বিএনপির শোকজের জবাব দিলেন ফজলুর রহমান


তিনি বলেন, “আমরা ব্যক্তিকে ইনডেমনিটি দিচ্ছি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরোধী নই। আমরা চাই প্রতিষ্ঠানগুলোর সংস্কার।”


এ সময় গুম কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে না দেওয়ার অভিযোগও তোলেন তিনি।


এএস