হাসনাতকে উদ্দেশ্য করে ফেসবুকে পোস্ট দিলেন রুমিন ফারহানা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:৫০ পিএম, ২৬শে আগস্ট ২০২৫


হাসনাতকে উদ্দেশ্য করে ফেসবুকে পোস্ট দিলেন রুমিন ফারহানা
ছবি: সংগৃহীত

রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সম্প্রতি নির্বাচন কমিশনে সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ শুনানিকে ঘিরে তাদের মধ্যে উত্তপ্ত বাকযুদ্ধ চরমে পৌঁছেছে।


রবিবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত ওই শুনানিতে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে সংবাদ সম্মেলনে হাসনাত অভিযোগ করেন, বিএনপি আসন্ন জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে।


আরও পড়ুন: তৌহিদ আফ্রিদি ও তার বাবার গ্রেফতার নিয়ে মুখ খুললেন নুর


একইসঙ্গে তিনি রুমিন ফারহানাকে ইঙ্গিত করে বলেন, “বিএনপির ভেতরে অনেকেই আছেন যারা আওয়ামী লীগের থেকেও বেশি আওয়ামী লীগ।”


যদিও পরে নিজের ফেসবুক পোস্টে হাসনাত জানান, কোনো নারীর রাজনৈতিক মতের বিরোধিতা করা যেতে পারে, কিন্তু ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে স্লাটশেমিং গ্রহণযোগ্য নয়। তিনি রুমিন ফারহানার প্রতিও এ বিষয়ে সমর্থন ব্যক্ত করেন।


আরও পড়ুন: শ্বশুরকে ঘিরে সমালোচনার জবাব দিলেন সারজিস আলম


এর জবাবে সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় ফেসবুকে কড়া প্রতিক্রিয়া দেন রুমিন ফারহানা। নিজের পোস্টে তিনি লেখেন, “এটা ঐ ফকিন্নির বাচ্চাটা না, যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে?” একইসঙ্গে তিনি হাসনাতের ছাত্রলীগ-সংশ্লিষ্টতার অভিযোগ তুলে কিছু ছবি ও স্ক্রিনশটও শেয়ার করেন। তবে খোঁজ নিয়ে দেখা যায়, রুমিন যে ছাত্রলীগের প্যাড ব্যবহার করেছেন সেটি ভুয়া। এর আগে ওই ভুয়া প্যাডে বিভিন্ন নাম যুক্ত করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল।




রুমিনের এ মন্তব্যের পোস্ট দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেকেই এটিকে অশালীন মন্তব্য আখ্যা দিয়েছেন, আবার কেউ কেউ সমর্থনও জানাচ্ছেন। ফলে বিষয়টি ঘিরে অনলাইনে তুমুল আলোচনার ঝড় বইছে।


আরও পড়ুন: তারেক রহমানের সঙ্গে খন্দকার মোশাররফের সাক্ষাৎ


এর আগে এনসিপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ প্রসঙ্গে রুমিন বলেছিলেন, “আমি একজন নারী, আমাকে প্রথমে ধাক্কা দেওয়া হয়েছিল। তাই আমার সমর্থকরা প্রতিক্রিয়া দেখিয়েছে, এটিকে বাড়িয়ে বলার কিছু নেই।”


বর্তমানে দুই নেতাই নিজেদের অবস্থানে অনড় রয়েছেন। তবে তাদের প্রকাশ্য বাকযুদ্ধ রাজনৈতিক শালীনতা ও ভদ্রতার প্রশ্নে নতুন বিতর্ক তৈরি করেছে।


এএস