তারেক রহমানের সঙ্গে খন্দকার মোশাররফের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৫ পিএম, ২৬শে আগস্ট ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও তার ছেলে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
লন্ডন সময় সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: এনসিপির ৮ নেতা চীন সফরে যাচ্ছেন আজ
সাক্ষাৎ শেষে খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন পর তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হওয়ায় এটি তার জন্য স্মরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, “দেশের কল্যাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করছি।”
এএস