গাজীপুরে সড়কের বেহাল দশা, দুর্ভোগে শিক্ষার্থীরা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:২১ পিএম, ২৭শে আগস্ট ২০২৫


গাজীপুরে সড়কের বেহাল দশা, দুর্ভোগে শিক্ষার্থীরা
ছবি: প্রতিনিধি

গাজীপুর (কাশিমপুর) প্রতিনিধি: ভোগান্তির অন্য নাম হয়ে উঠেছে হাতীমারা থেকে লোহাকৈর আঞ্চলিক সড়ক। ১২ বছরেও কোনো সংস্কার না হওয়ায় প্রতিদিন দুর্ভোগে পড়ছেন স্থানীয়রা। সবচেয়ে বেশি কষ্টে পড়ছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা।


গাজীপুর মহানগরের কাশিমপুরের ৩ নং ওয়ার্ডের হাতীমারা থেকে লোহাকৈর পর্যন্ত এ আঞ্চলিক সড়কের দুই পাশে রয়েছে একাধিক স্কুল-কলেজ ও শিল্প-কারখানা। প্রতিদিন হাজারও শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ মানুষ এই সড়ক দিয়ে চলাচল করে। তবে ভাঙাচোরা সড়কের কারণে প্রায়ই মালবাহী ট্রাক, ইজিবাইক ও অটোরিকশা উল্টে যায়, এতে পথচারী ও যাত্রীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।


হাতীমারা স্কুল-কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করে জানায় আমাদের প্রতিদিন এই রাস্তায় যাতায়াত করতে হয়। রিকশায় ওঠা যায় না, প্রায়ই উল্টে যায়। তাই ভয়ে আমরা হেঁটে স্কুলে কলেজে আসা-যাওয়া করি।


স্থানীয়দের দাবি, ১২ বছরে কোনো সংস্কার হয়নি। অসুস্থ রোগী নিয়ে এ সড়ক দিয়ে চলাচলই সম্ভব নয়। সিটি কর্পোরেশন যেন দ্রুত সংস্কারের উদ্যোগ নেয়।


আরও পড়ুনপূর্ব সুন্দরবনে দুই হরিণ শিকারি আটক


এ সময় কাশিমপুর থানা বিএনপির সভাপতি খন্দকার আলী হোসেন বলেন, জনপ্রতিনিধিরা অতীতে যদি সড়ক উন্নয়নে কাজ করতেন তাহলে আজ এ রকম দশা হত না। আমাদের দাবি, সিটি কর্পোরেশন যেন দ্রুত এ সড়ক সংস্কার করে জনজীবনের মানোন্নয়ন ঘটায়।


অন্যদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চল ৮-এর নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী সচিব নাহিদ হাসান খান জানান, হাতীমারা থেকে লোহাকৈর আঞ্চলিক সড়ক সংস্কারের বিষয়ে নগর ভবনে আলোচনা হয়েছে। অতি দ্রুত মেরামতের কাজ শুরু হবে।


এসএ/