ঢাকার মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনা প্রশ্নে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৭ পিএম, ২৮শে আগস্ট ২০২৫

ঢাকার মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনা প্রশ্নে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, যদি কোনো হামলার পরিকল্পনা হয়ে থাকে, তাহলে সেটা ইনফরমাল (অনানুষ্ঠানিক) এবং সেটা আমার কাছে না।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: ‘কমপ্লিট শাটডাউন’ চলবে, বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা
মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কার কথা আসছে। এ বিষয়ে বাংলাদেশ সরকার কী ব্যবস্থা নিচ্ছে এবং মার্কিনিদের তরফ থেকে কিছু জানানো হয়েছে কি না, জানতে চাওয়া হয় উপদেষ্টার কাছে।
জবাবে তৌহিদ হোসেন বলেন, আমি এটুকু আপনাদের বলতে পারি, যদি কোনো হামলার পরিকল্পনা হয়ে থাকে তাহলে সেটা ইনফরমাল এবং সেটা আমার কাছে না। নিরাপত্তা সংক্রান্ত হয়ে থাকলে তাহলে স্বরাষ্ট্র বলতে পারবে।
আরও পড়ুন: আমাদের একটু সময় দেন, পক্ষপাতিত্ব না করে সমাধান করব: জ্বালানি উপদেষ্টা
সম্প্রতি একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ঢাকার মার্কিন দূতাবাসে কর্মরত সুনির্দিষ্ট একটি ধর্ম পালনকারী কর্মীদের এবং এর পাশাপাশি এমনকি বাংলাদেশি কর্মীদের আক্রমণের পরিকল্পনা করা হয়েছিল।
এমএল/